গাজার অবরোধ ভেঙে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে চলা আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজগুলোতে ইসরায়েলি বাহিনীর আক্রমণ শুরু হয়েছে। ফ্লোটিলার জাহাজ 'আলমা' ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হয়েছে বলে নিশ্চিত করেছেন বহরে থাকা বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। আয়োজকরা নিশ্চিত করেছেন যে বহরের বেশ কয়েকটি জাহাজকে ইসরায়েলি নৌবাহিনী ঘিরে ফেলেছে। লাইভ সম্প্রচার বন্ধ, বাড়ছে উদ্বেগআলমা জাহাজে আক্রমণের পরপরই লাইভ সম্প্রচার হঠাৎ করে বন্ধ হয়ে যায়। গাজা উপকূল থেকে মাত্র ৯০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করা এই ত্রাণবাহী বহরের আয়োজকরা ইতোমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করেছেন। নৌবহরে থাকা আলোকচিত্রী শহীদুল আলম তার এক বার্তায় বলেন, "আমরা কনশিন্সে আছি। এইমাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে। খানিকক্ষণ পরে ওখান থেকে সিগনালও থেমে গেল। এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি। সবাই উদ্বিগ্ন। এখানে বসে বিভিন্ন...