ইউরোপিয়ান রাত, দুই জায়ান্টের লড়াই—বার্সেলোনা বনাম প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নামের ওজনেই ম্যাচের উত্তেজনা তৈরি হয়, কিন্তু এবার ক্যাম্প ন্যু নয়, মঞ্চে ছিল বার্সার অস্থায়ী ঘর এস্তাদি অলিম্পিকে। সেই মাঠেই চললো শেষ মুহূর্ত পর্যন্ত দারুণ প্রতিদ্বন্দ্বিতা, আক্রমণ-পাল্টা আক্রমণে সমর্থকদের নিঃশ্বাস আটকে রাখা, আর ইনজুরি টাইমে বদলি নামা গনসালো রামোসের গোলেই সবকিছু ছাপিয়ে গেল। ২-১ গোলে ম্যাচ জিতে নিলো পিএসজি আর মৌসুমের প্রথম হারের স্বাদ পেল হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা।ম্যাচের শুরুতেই বার্সা এগিয়ে যায় ফেরান তোরেসের গোলে। লামিনে ইয়ামালের অসাধারণ ড্রিবল ও কন্ট্রোল থেকে শুরু হয় আক্রমণ, শেষটা করেন ইংলিশ তারকা মার্কাস রাশফোর্ডের পাস থেকে ফেরান। কিন্তু কাতালানদের লিড বেশিক্ষণ টিকল না। নুনো মেন্ডেসের গতিময় দৌড় ও দুর্দান্ত ক্রস থেকে ১৮ বছরের তরুণ মাইউলু গোল করে সমতা ফেরান।প্রথমার্ধে সমতায় থাকার পর বিরতিতে...