ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার জাহাজ আটকানো শুরু করে দিয়েছে দখলদার ইসরায়েল৷ নৌবহরের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কয়েকটি নৌযানে ইসরায়েলি সেনারা অবস্থান নিয়েছে।বুধবার (১ অক্টোবর) রাতে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা।এদিকে ইসরায়েলের একাধিক সতর্কতা উপেক্ষা করে গাজা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আন্তর্জাতিক নৌবহর। ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে নৌবহরটি।বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।সতর্কতা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’প্রতিবেদনে বলা হয়, এই বহরে ৪০টিরও বেশি বেসামরিক নৌযান রয়েছে। যেখানে প্রায় ৫০০ জন রয়েছেন—তাদের মধ্যে আছেন সংসদ সদস্য, আইনজীবী, অধিকারকর্মী এবং সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ। এ বহরে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন আলোকচিত্রী শহিদুল আলম। তিনি মঙ্গলবার ইতালির একটি বন্দর থেকে ফ্লোটিলার প্রধান নৌযান...