ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনায় যুদ্ধ-পরবর্তী গাজা পরিচালনার জন্য একটি আন্তর্জাতিক অন্তর্বর্তী সংস্থা গঠনের প্রস্তাব রয়েছে। এই তথাকথিত ‘বোর্ড অব পিস’-এর নেতৃত্ব দেবেন ট্রাম্প নিজেই। তবে এই সংস্থা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। যুদ্ধ-পরবর্তী গাজার শাসনব্যবস্থায় ব্লেয়ারের সম্ভাব্য ভূমিকা এখনো স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে এই গাজার অন্তর্বর্তী প্রশাসনে মুখ্য ভূমিকা পালন করবেন তিনিই। আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি ইতিবাচক সাড়া পেলেও, এতে বড় এক ‘কিন্তু’ রয়েছে। কেননা টনি এই ভূমিকায় অতীতের অনেক বিতর্ক বা সমালোচনা নিয়ে আসবেন। কিছু মানুষের কাছে তিনি বিতর্কিত, আবার কেউ কেউ তাকে আরও খারাপ হিসেবে দেখেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে এক দশকেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন ব্লেয়ার। সমঝোতার রাজনীতিতে তিনি ছিলেন দক্ষ, প্রচলিত ডান-বাম দ্বন্দ্ব এড়িয়ে কেন্দ্রীয় অবস্থান তৈরি করতে পারদর্শী...