ঘরের মাঠে এগিয়ে গিয়েও জিততে পারল না বার্সেলোনা। প্রথমার্ধেই সমতা ফেরানোর পর শেষ সময়ের গোলে হান্সি ফ্লিকের দলকে তাদেরই মাঠে হারাল পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বুধবার রাতে ২-১ ব্যবধানে হেরেছে বার্সেলোনা। চোটের জন্য দুই দলই এই ম্যাচে পায়নি গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে। শুরুতে বার্সেলোনাকে এগিয়ে নেন ফেররান তরেস। প্রথমার্ধের শেষ মিনিটে পিএসজিকে সমতায় ফেরান সেনি মায়ুয়ু। ম্যাচের শেষ সময়ে ব্যবধান গড়ে দেন গন্সালো রামোস। এই জয়ে তিনে উঠে এলো পিএসজি। আরও পাঁচ দলের মতো নিজেদের প্রথম দুই ম্যাচে জিতল গত আসরের চ্যাম্পিয়নরা। তবে গোল পার্থক্যে তাদের চেয়ে এগিয়ে রয়েছে বায়ার্ন মিউনিখ ও রেয়াল মাদ্রিদ। এই হারে ১৬ নম্বরে নেমে গেছে বার্সেলোনা। তাদের সমান ৩ পয়েন্ট মোট ১৩টি দলের। ঢিমেতালে শুরু হওয়া ম্যাচে দ্বাদশ মিনিটে প্রথম সুযোগ পায় পিএসজি। কর্নারে হেড লক্ষ্যে...