ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, একটি দেশের সরকারপ্রধানকে অশুভ ও বিকৃত রূপে উপস্থাপন করা হয়েছে ভারতে। এটি একেবারেই অশোভন ও অসম্মানজনক। আমরা এই ধরনের আচরণের তীব্র নিন্দা জানাই। আমাদের লক্ষ্য মানুষের প্রতি সর্বদা শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা। যারা এ ধরনের কাজ করেছেন, তারা সংযম ও ভদ্রতার মর্যাদা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। আজ বুধবার (১ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাছাইট গ্রামে কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে ‘দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা। ড. খালিদ হোসেন আরও বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে তারা যেমন এগিয়ে, তেমনি সমাজের...