গাজার উপর ইসরায়েলের অবরোধ ভাঙার লক্ষ্যে এগিয়ে চলেছে আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এবার জলপথের পাশাপাশি আকাশপথেও সুরক্ষিত ঢাল তৈরি হয়েছে এই ত্রাণবাহী বহরের জন্য। ইসরায়েলি ড্রোন হুমকির মুখে এবার আকাশসীমার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে তুরস্ক। ড্রোন পরিণত হলো সহায়ক শক্তিতেযে ড্রোন এতদিন নৌবহরের জন্য বাধা ছিল, এবার সেটিই সহায়ক শক্তিতে পরিণত হয়েছে। ফ্লোটিলাকে ঘিরে বৃত্তাকারভাবে উড়ে পাহারা দিচ্ছে তুরস্ক থেকে পাঠানো ড্রোন। ধারণা করা হচ্ছে এগুলো টিআই আনকা মডেলের ড্রোন, যা ২৪ ঘণ্টারও বেশি সময় একটানা উড়তে সক্ষম। এর উন্নত সংস্করণ আনকা এস প্রায় ৩০,০০০ ফুট উচ্চতায় টানা ৩০ ঘণ্টা পর্যন্ত নজরদারি চালাতে পারে। একটি ড্রোনের শক্তি শেষ হলে দ্রুত আরেকটি এসে শূন্যস্থান পূরণ করছে। এই আকাশ নিরাপত্তা ব্যবস্থা বহরের সুরক্ষাকে এক নতুন মাত্রা দিয়েছে। বিশ্বের ৪৫ দেশের প্রতিনিধিসহ পঞ্চম...