দুই দিনব্যাপী ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা বন্ধ রাখার পর আফগানিস্তানে ফের সংযোগ ফিরিয়ে দিয়েছে তালেবান সরকার। বুধবার বিকেলে রাজধানী কাবুলসহ বিভিন্ন শহরে মানুষ রাস্তায় নেমে এই প্রত্যাবর্তনকে স্বাগত জানায়। স্থানীয় সংবাদকর্মীরা জানিয়েছেন, যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে সচল হতে শুরু করেছে। নেটব্লক্স নামের ইন্টারনেট মনিটরিং সংস্থা নিশ্চিত করেছে, নেটওয়ার্ক ডেটায় ‘আংশিক পুনঃস্থাপন’-এর প্রমাণ পাওয়া গেছে। তালেবান সরকারের এক সূত্র বিবিসি আফগানকে জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশেই ইন্টারনেট ফিরিয়ে দেওয়া হয়েছে। এই ৪৮ ঘণ্টার ব্ল্যাকআউটে ব্যবসা-বাণিজ্য, ফ্লাইট, জরুরি সেবা ও অর্থ আদানপ্রদান ভেঙে পড়ে। বিশেষ করে নারীদের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে আশঙ্কা দেখা দেয়—কারণ ক্ষমতায় ফেরার পর থেকেই মেয়েদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অধিকার ক্রমশ সংকুচিত করেছে তালেবান। বুধবার রাতে কাবুলের রাস্তায় শত শত মানুষ মোবাইল ফোন হাতে আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলতে দেখা...