খাবার, ওষুধ ও কাপড়সহ নিত্যপণ্য নিয়ে গাজা উপত্যকার উদ্দেশে সাগরপথে এগিয়ে যাচ্ছেন মানবাধিকার কর্মীরা। প্রায় ৪০টিরও বেশি ছোট নৌকায় করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা এই ত্রাণবাহী বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এখন গাজার কাছে চরম ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রবেশ করেছে। এই এলাকায় ইসরায়েলি বাহিনী এর আগের নৌবহরগুলোতে আক্রমণ করেছিল। ফ্লোটিলার নিরাপত্তা ও আন্তর্জাতিক সমর্থনমানবাধিকার কর্মীরা ইসরায়েলি অবরোধ ভেঙে দুর্গত গাজাবাসীর হাতে সরাসরি ত্রাণ সামগ্রী তুলে দিতে দৃঢ়প্রতিজ্ঞ। আন্তর্জাতিক জলসীমার মধ্য দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করতে: অন্যদিকে, ইসরায়েলের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে তুরস্ক ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করছে। ফ্লোটিলার পূর্ণ নিরাপত্তার দাবি জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিস্কা আলবানিস, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সহ শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন রাষ্ট্রীয় সংগঠন ও মানবাধিকার কর্মীরা। তারা ফ্লোটিলার উপর হামলা না চালানোর আহ্বান জানিয়েছে। ইসরায়েলের কঠোর হুঁশিয়ারি...