বিশ্বখ্যাত প্রাণী বিজ্ঞানী এবং পরিবেশবাদী ড. জেন গুডঅল আর নেই। ৯১ বছর বয়সে ক্যালিফোর্নিয়ায় একটি বক্তৃতার জন্য অবস্থানকালে তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন। গুডঅল দীর্ঘ দশক ধরে তানজানিয়ার গোম্বে স্ট্রিম ন্যাশনাল পার্কে শিম্পাঞ্জির জীবন ও আচরণ অধ্যয়ন করে বিশ্বজুড়ে শিম্পাঞ্জি বিশেষজ্ঞ হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি এক ছেলে হুগো এবং তিন নাতি-নাতনিকে রেখে গেছেন। গুডঅলের প্রতিষ্ঠিত ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, ড. গুডঅলের আবিষ্কারগুলি প্রাণীবিদ্যা বিজ্ঞানে বিপ্লব সৃষ্টি করেছে এবং তিনি আমাদের প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য অবিরাম কাজ করেছেন। গুডঅলের গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল শিম্পাঞ্জির ব্যক্তিত্ব, সামাজিক আচরণ এবং মানুষের সঙ্গে তাদের মিল–এসব বিষয়ের ওপর। তিনি দেখিয়েছেন যে শিম্পাঞ্জিরাও মানুষদের মতো আবেগপূর্ণ, হাস্যরসপূর্ণ এবং জটিল সামাজিক আচরণে নিয়োজিত। আমরা শিম্পাঞ্জির সঙ্গে আমাদের মিল শিখেছি, যা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে, ২০২০ সালে...