স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে দেশজুড়ে বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর নিক্ষেপ করেন এবং বিভিন্ন জায়গায় গাড়ি ও ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মানবাধিকার সংগঠন এএমডিএইচ অভিযোগ করেছে, পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে এবং নির্বিচারে গ্রেপ্তার চালিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ম্যাপ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শহর ওউজদায় এক বিক্ষোভকারী পুলিশ ভ্যানে ধাক্কা খেয়ে আহত হয়েছেন। ‘জেন-জি ২১২’ নামে একটি সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যমে এ আন্দোলনের ডাক দেয়। তারা সহিংস ঘটনায় দুঃখ প্রকাশ করে অংশগ্রহণকারীদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়েছে। সংগঠনের ভাষায়— “আমাদের ন্যায্য দাবির বৈধতাকে খাটো করবে এমন আচরণ থেকে বিরত থাকুন।” বিক্ষোভকারীদের স্লোগানে প্রধানত স্বাস্থ্যসেবা ও শিক্ষার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ২০৩০ ফিফা বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণে বিপুল অর্থ ব্যয়ের সমালোচনা উঠে আসে। এক তরুণের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল— “অন্তত ফিফা স্টেডিয়ামে ফার্স্ট এইড কিট...