ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসেন ফকরিজাদেহকে হত্যা করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। ফকরিজাদেহকে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলি ‘ইরানের পরমাণু বোমার জনক’ হিসেবে অভিহিত করেছিল।২০২০ সালের ২৭ নভেম্বর, ফকরিজাদেহ স্ত্রী এবং দেহরক্ষীদের সঙ্গে তেহরানের পূর্বে অবস্থিত আবসার্দ শহরের ভিলার দিকে যাচ্ছিলেন। কোভিড-১৯ মহামারির কারণে রাস্তাঘাট ফাঁকা ছিল। তিনি প্রায়শই ওই রাস্তা দিয়ে যাতায়াত করতেন, এবং তার সঙ্গে একটি কনভয়ও থাকত। কিন্তু সেই দিন তাঁর জন্য অপেক্ষা করছিল একটি পিকআপ ট্রাক, যার ভিতরে লুকানো ছিল ৭.৬২ মিমি এফএন ম্যাগ মেশিনগান।গাড়ি ধীরে ধীরে স্পিডব্রেকারের কাছে পৌঁছালে ঘটনাস্থলেই শুরু হয় রিমোটলি নিয়ন্ত্রিত গুলির ফোয়ারা। একে একে গুলি আঘাত করে গাড়ির সামনের অংশে। গাড়ি থেমে গেলে ফকরিজাদেহ বের হওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। কয়েক সেকেন্ডের মধ্যে তার মেরুদণ্ডে আরও তিনটি গুলি লেগে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ...