ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থামিয়ে দেওয়ার জন্য ভয় দেখানোর পর বহরে থাকা জাহাজগুলো আটক শুরু করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে লাইভ প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক আলজাজিরা। সুমুদ ফ্লোটিলার অফিসিয়াল চ্যানেলগুলোর একটি বিবৃতিতে বলা হয়েছে, মিশনের জাহাজগুলোকে অবৈধভাবে আটক করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, ক্যামেরা অফলাইনে আছে এবং সামরিক কর্মীরা জাহাজে উঠেছেন। আমরা জাহাজে থাকা সকল অংশগ্রহণকারীদের নিরাপত্তা এবং অবস্থা নিশ্চিত করার জন্য সক্রিয়ভাবে কাজ করছি। এর আগে, পৃথক বিবৃতিতে নৌবহরটি জানায়, ইসরায়েলি জাহাজগুলো বুধবার ফিলিস্তিনি ভূখণ্ডের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে তাদের দুটি জাহাজের কাছে এসে ‘বিপজ্জনক এবং ভীতি প্রদর্শনমূলক কৌশল’ ব্যবহার করেছে।...