ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাংগীপাড়া ইউনিয়নের আল হারামাইন মসজিদ ও এর মুসল্লিদের নিয়ে কটূক্তি করায় বিএনপি নেতা রেজুয়ানুল হক মানিককে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সৃষ্ট তীব্র ক্ষোভ ও উত্তেজনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সূত্র মতে, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) চৌরঙ্গী হাই স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভাটি বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে রাত সোয়া ৮টা পর্যন্ত চলে। আসর ও মাগরিবের নামাজের জন্য বিরতি দেওয়া হলেও ইশার নামাজের আজানের সময় সভা চলতে থাকে। এসময় সভা পরিচালনাকারীরা স্কুল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে আজান কিছুটা দেরিতে দিতে অনুরোধ করলে মুসল্লিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। রাত ৮টা ১০ মিনিটে আজান দেওয়া হয়। আরও পড়ুনআরও পড়ুনরংপুর বিভাগে তরুণদের মধ্যে বিএনপির...