আফেন্দী : ইনশাআল্লাহ আমি নির্বাচন করব। আমার নির্বাচনি আসনের পরিবেশও অত্যন্ত ভালো। ২০০১ থেকে আমি নির্বাচনি মাঠে সক্রিয় আছি। ২৫ বছর ধরে জনসেবামূলক কাজ করেছি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি। এসব কারণে আমি মনে করি, বর্তমানে আমার অবস্থান অত্যন্ত সন্তোষজনক এবং আমি শতভাগ আশাবাদী যে, সফল হব ইনশাআল্লাহ। যুগান্তর : আপনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব। আপনার দলের নির্বাচনি প্রস্তুতি কেমন? আফেন্দী : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি আমরা সন্তোষজনকভাবে সম্পন্ন করেছি। ইতোমধ্যেই প্রায় ১৫০ আসনে প্রার্থী ঘোষণা করেছি। প্রার্থীরা গণসংযোগ শুরু করেছেন, জনগণের সাড়া পাচ্ছেন। প্রার্থিতা নির্ধারণের ক্ষেত্রে আমরা যোগ্যতা, সততা, জনগণের সঙ্গে সম্পৃক্ততা এবং নির্বাচনি সক্ষমতাসহ সব দিক বিবেচনা করেছি। ফলে আমাদের প্রস্তুতি সন্তোষজনক পর্যায়ে আছে বলতে পারি।...