ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য গাজার পথে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কয়েকটি জাহাজ আটকে দেওয়ার কথা স্বীকার করেছে ইসরাইল। সেসব জাহাজের যাত্রীদের একটি ইসরাইলি বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়। সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ ও তার বন্ধুরা ‘নিরাপদ ও সুস্থ আছেন’ বলে এক এক্স পোস্টে জানিয়েছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই পোস্টের সঙ্গে প্রকাশিত একটি ভিডিওতে গ্রেটা থুনবার্গকে কয়েকজন মুখোশ পরিহিত ও অস্ত্রধারী ইসরায়েলি সেনার সঙ্গে দেখা গেছে। আরও পড়ুনআরও পড়ুনসুমুদ ফ্লোটিলা আটকে দেওয়ার প্রতিবাদে ইতালিতে ধর্মঘটের ডাক এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে তাদের পথ পরিবর্তনের আহ্বান জানায় ইসরাইলি নৌবাহিনী। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ইসরাইল ফ্লোটিলাকে অবহিত করেছে যে, তারা একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হচ্ছে এবং ‘বৈধ’ নৌ-অবরোধ...