মানবজাতির সমগ্র জীবনব্যাপী অনন্য নির্দেশিকা ইসলাম। এর মূল দর্শনেই নিহিত শান্তি ও সহনশীলতা। কোরআন ও হাদিসে বারবার মানুষকে অহিংসার পথ বেছে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সহিংসতা, অবিচার ও অত্যাচার মানুষের নৈতিক ও সামাজিক বিকাশকে বাধাগ্রস্ত করে। তাই ইসলামে অহিংসাকে কেবল নৈতিক আদর্শ নয়, বরং একটি অনিবার্য ধর্মীয় শিক্ষা হিসেবে বিবেচনা করা হয়। কোরআনে মহান আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনে সন্ত্রাস সৃষ্টির কারণ ব্যতীত কাউকে হত্যা করল, সে যেন পৃথিবীর সব মানুষকেই হত্যা করল। আর যে ব্যক্তি কোনো মানুষের প্রাণ বাঁচাল, সে যেন পৃথিবীর সব মানুষকে বাঁচাল।’ (সুরা মায়িদা ৩২) এই আয়াত আমাদের সামনে স্পষ্ট করে দেয় যে, অন্যের জীবনকে বিনা অপরাধে শেষ করা কতটা গুরুতর পাপ। ইসলামে জীবনকে সবচেয়ে পবিত্র হিসেবে উল্লেখ হয়েছে এবং এটি রক্ষার নির্দেশনা...