“আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তা করুন।” মংগলবার সকালে মিরপুরে বিসিবি কার্যালয়ে পরিচালক পদে মনোনয়নপত্র প্রত্যাহারের পর একথা বলেছিলেন তামিম ইকবাল। তিনি কারো নাম উল্লেখ না করলেও ইংগিতটা ছিল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের প্রতি। এই অভিযোগের জবাব দিয়েছেন আসিফ মাহমুদ। একটি বেসরকারি টিভি চ্যানেলকে তিনি বলেছেন, "যারা নিজেদের স্বার্থে অনেক পক্ষের দুয়ারে যায়, সমঝোতা ভঙ্গ করে তারাই বিসিবি নির্বাচনের আসল ফিক্সার।"তিনি বলেন, "ফিক্সিংটা তামিম ভাইরাই করার চেষ্টা করেছেন, করতে ব্যর্থ হয়েছেন। বিএনপির সভাপতি, সেক্রেটারিদের পক্ষ থেকে কল দিয়ে কাউন্সিলারদের, বিসিবিকেও ধমক দেওয়া হয়েছে। অনেক কিছু করা হয়েছে।" আসিফ মাহমুদ দাবি করেন, "এমনকি বিরাট কোহলিট কাছে বিসিবি নিয়ে নির্বাচন নিয়ে অভিযোগ গেছে। কোহলি সেটা গম্ভীরসহ অন্যদের সঙ্গেও শেয়ার করেছে। এমন অভিযোগ দেওয়া বা ছড়ানো উচিত নয়,...