লিটন দাসের চোটে অনাকাক্সিক্ষতভাবেই অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন জাকের আলী অনিক। এশিয়া কাপের শেষ দুই ম্যাচে ভারপ্রাপ্ত থাকলেও আফগান সিরিজে তিনি ভারমুক্ত। অধিনায়ক হিসেবে গণমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে শুরুতেই এশিয়া কাপ ব্যর্থতার দায় স্বীকার করে নিলেন, ক্ষমা চাইলেন। এর পরও তিনি আশাবাদী, আজ থেকে শুরু হতে যাওয়া সিরিজে দল নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারবে। গণমাধ্যমের সামনে সমর্থকদের প্রতি দুঃখ প্রকাশ করে জাকের বলেন, ‘দুঃখপ্রকাশ ছাড়া আসলে আর কিছু বলার নেই। আমরা অনেক আশা দেখিয়েছি। এশিয়া কাপে ভালো করতে পারিনি। তাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া এর চেয়ে বেশি কিছু বলার নেই। আমরা এখানে এসেছিলাম এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলতে। সেটা হয়নি, ব্যাপারটা হতাশার। তবে এই সিরিজ খেলার জন্য মানসিকভাবে ভালো অবস্থায় আছি।’ এশিয়া কাপের সুপার ফোরে মাত্র একটি জয় পায় বাংলাদেশ। পাকিস্তান...