১. পেঁয়াজের রস (Onion Juice): পেঁয়াজের রসে প্রচুর সালফার থাকে, যা মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে। পদ্ধতি: একটি পেঁয়াজ ব্লেন্ড করে রস বের করে মাথার স্ক্যাল্পে লাগান। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার করুন। ২. নারকেল তেল ও লেবুর রস: নারকেল তেল চুলকে গভীর থেকে পুষ্টি জোগায় আর লেবুর রস খুশকি দূর করে। পদ্ধতি: ২ টেবিল চামচ নারকেল তেলের সাথে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে মাথার স্ক্যাল্পে ম্যাসাজ করুন। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন। ৩. মেথি বীজ (Fenugreek Seeds): মেথিতে প্রোটিন ও নিকোটিনিক এসিড আছে যা চুল পড়া বন্ধ ও নতুন চুল গজাতে সহায়তা করে। পদ্ধতি: এক মুঠো মেথি বীজ সারা রাত ভিজিয়ে রেখে সকালে পেস্ট করে মাথার ত্বকে লাগান। ৩০-৪০...