গাজায় ত্রাণ পৌঁছে দিতে যাত্রা করা আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলি বাধার মুখে পড়েছে। বুধবার (১ অক্টোবর) গাজা উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকায় পৌঁছালে বহরের অন্যতম জাহাজ ‘আলমা’-কে ঘিরে ধরে একটি ইসরায়েলি যুদ্ধজাহাজ।ফ্লোটিল্লার কর্মীরা জানান, ইসরায়েলের জাহাজটি শুধু ‘আলমা’ নয়, বহরের আরও কয়েকটি জাহাজের দিকেও এগিয়ে আসে এবং বিপজ্জনক কৌশল ও ভয়ভীতি দেখানোর চেষ্টা করে। আলমার ক্যাপ্টেনকে পালিয়ে যাওয়ার পথ নিতে বাধ্য করা হয়। আরেকটি জাহাজ ‘সাইরিয়াস’-কেও প্রায় ১৫ মিনিট ধরে ঘিরে রাখা হয়।আলমার যাত্রী থিয়াগো আভিলা বলেন, ‘যুদ্ধজাহাজের আক্রমণাত্মক পদক্ষেপের কারণে আমাদের ক্যামেরা, লাইভ সম্প্রচার ও যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে পড়ে।”সাইরিয়াস জাহাজের যাত্রী লিসি প্রোয়েঙ্কা জানান, তাঁরাও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় পড়েছিলেন।’এদিকে বহরের বৃহত্তম জাহাজ ‘কনসায়েন্স’-এ যোগ দেয়া বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল...