দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে হয়ে গেল আইএলটি২০ ফ্র্যাঞ্চাইজি লিগের নিলাম। মঙ্গলবার দুবাইয়ে আয়োজিত এই নিলামে প্রথম রাউন্ডে অবিক্রিত থেকে যাওয়ার পর দ্বিতীয় ডাকেই ভাগ্য ফিরল বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের। তাকে দলে ভিড়িয়েছে এমআই এমিরেটস, মূল্য ধরা হয়েছে ৪০ হাজার মার্কিন ডলার। একইসঙ্গে জাতীয় দলের আরেক তারকা পেসার তাসকিন আহমেদও পেলেন দল—৮০ হাজার ডলারে তাকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এবারের নিলামকে ঘিরে আগ্রহ ছিল প্রবল। সাকিবকে শুরুতে অবিক্রিত দেখে অনেকেই হতাশ হলেও দ্বিতীয় ডাকেই অভিজ্ঞ অলরাউন্ডারকে দলে টেনে নেয় মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন এমআই এমিরেটস। অন্যদিকে, তাসকিনকে ঘিরে একাধিক ফ্র্যাঞ্চাইজির আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত শারজাহরই হাসি ফুটল।এবারের আসরে আরও একজন বাংলাদেশি ক্রিকেটার আগেভাগেই দল পেয়ে গেছেন। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে আগেই ঘোষণা দিয়েছিল দুবাই ক্যাপিটালস। ইংলিশ বোলার...