নারী ওয়ানডে বিশ্বকাপে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নিগার সুলতানা জ্যোতির দলের যাত্রা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক জানালেন, এবার তারা মানসিকভাবে আরও দৃঢ়, ব্যাটিং দুর্বলতা কাটিয়ে দলকে নতুন আত্মবিশ্বাসে গড়ে তুলতে চান এবারের বিশ্বকাপে আসাটা আপনার জন্য একটু আলাদা অনুভূতি নিশ্চয়ই। ২০২২-এ অনেক কিছুই প্রথমবার হয়েছিল প্রথম ম্যাচ, প্রথম প্রেস কনফারেন্স, প্রথম জয়। এবার দ্বিতীয়বার, কিছুটা কি সহজ মনে হচ্ছে? কেমন লাগছে এবারের টুর্নামেন্ট নিয়ে? নিগার সুলতানা : সবচেয়ে বড় কথা, তখন থেকে অনেক কিছুই বদলে গেছে। এখন একটা নতুন দিন, নতুন সুযোগ। আমরা চাই পাকিস্তানের সঙ্গে ম্যাচ দিয়ে একটা ভালো শুরু হোক। কারণ এটা আমাদের প্রথম ম্যাচ, আর এটা যদি ভালো হয়, তাহলে পুরো টুর্নামেন্টে আত্মবিশ্বাস নিয়ে...