০২ অক্টোবর ২০২৫, ১২:১৯ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১২:১৯ এএম ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে মারধর করে পালিয়ে যাওয়া ঘটনায় হত্যা মামলার সেই আসামি শরিফুল ইসলামকে (২২) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ’র আদালত এই আদেশ দেন। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বুধবার ভোরে ফেনী রেলস্টেশন এলাকা থেকে শরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ। রাজধানীর খিলগাঁও থানার জিসান হোসেন নামে এক কিশোকে হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। মামলাটি বর্তমানে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। উল্লেখ্য, গত ১৯ জুনে ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে আঘাত করে হাতকড়া খুলে কৌশলে পালিয়ে যান শরিফুল ইসলাম। ঘটনার দিনই হাজতখানার ইনচার্জ মো. রিপন...