একসময় নীল জগতের সবচেয়ে জনপ্রিয় মুখ ছিলেন। বর্তমানে সেই নীল জগৎ ছেড়ে বলিউডের গ্ল্যামার জগতের অন্যতম এক পরিচিত মুখ তিনি। তবে সুযোগ পেলেই অতীতের কর্মস্থল নিয়ে কথা বলতে ভোলেন না সানি লিওন। সম্প্রতি নিজের অতীতের পশ্চিমের অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অবস্থান সম্পর্কে কথা বলেছেন অভিনেত্রী। তিনি বলেছেন, তিনি নীল ইন্ডাস্ট্রির ‘ক্রেম দে লা ক্রেম’-এর সাথে কাজ করেছেন এবং এটিকে বলিউডের ধর্ম এবং যশরাজ ফিল্মসের সাথে তুলনা করেছেন। তিনি করণ জোহরের ধর্ম প্রডাকশন এবং আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মস, দুটি প্রডাকশন হাউসের কথা উল্লেখ করেছেন, যাদের সাথে তিনি এখনো ভারতে কাজ করেননি। সানি লিওন বলেন, ‘আমার প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র ক্যারিয়ারের সেরা অংশটি ছিল যে আমি সেরা কম্পানিগুলোর সাথে কাজ করেছি। যখন আমি সেই ইন্ডাস্ট্রির সবচেয়ে সেরা বোঝাতে চাই, তখন আমি এখানে শুধু ধর্ম...