০২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম ক্রীড়াদলকে বিদেশে পাঠানোর আড়ালে মানব পাচারের অভিযোগ বাংলাদেশে নতুন নয়। অতীতে বহুবার এমন ঘটনা ঘটেছে। এবার সেই অভিযোগ উঠল তায়কোয়ান্দো ফেডারেশন অব বাংলাদেশের বিরুদ্ধে। সরকারী আদেশ (জিও) ছাড়াই খেলার কথা বলে ১২ জনের দলকে ইতালি নিয়ে যাচ্ছে সংগঠনটি। দলের অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগে জানা যায়। ইতোমধ্যে আটজন ভিসা পেয়েছেন। বাকিদের ভিসা পাওয়ার কথা আজ। আগামীকাল থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ইতালির জেসোলোতে অনুষ্ঠিত হবে আইটিএফ তায়কোয়ান দো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের খেলা। এ আসরে অংশ নিতেই কাল ঢাকা থেকে রওয়ানা হওয়ার কথা তায়কোয়ান্দো ফেডারেশন অব বাংলাদেশ দলটির। দক্ষিণ কোরিয়া ভিত্তিক আন্তর্জাতিক সংগঠনের নাম ওয়ার্ল্ড তায়কোয়ান্দো ফেডারেশন (ডব্লুটিএফ)। আর উত্তর কোরিয়া ভিত্তিক সংগঠনের নাম ইন্টারন্যাশনাল তায়কোয়ান...