০২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম ভারতের উত্তর প্রদেশের লখিমপুর জেলার এক নারী ইনফ্লুয়েন্সার অদ্ভুত কা- ঘটিয়েছেন। নিজেকে ‘বিউটি কুইন অব লখিমপুর’ দাবি করা মাহী সিংহ নতুন আইফোন ১৭ প্রো ম্যাক্স কেনার জন্য ফলোয়ারদের কাছে চাঁদা চাইতে শুরু করেছেন। সম্প্রতি শেয়ার করা এক ভিডিওতে তিনি ভক্তদের উদ্দেশে বলেন, ‘আমাকে এক-দুই টাকা করে সহযোগিতা করুন, যাতে ২১ অক্টোবর আমার জন্মদিনে আমি নতুন আইফোন কিনতে পারি’। মাহী জানান, তিন মাস আগে তার বাবা তাকে আইফোন ১৬ উপহার দিয়েছিলেন। তবে আইফোন ১৭ প্রো ম্যাক্সের নতুন রং তার পছন্দ হওয়ায় সেটি কিনতে চান। কিন্তু বাবা রাজি না হওয়ায় তিনি ক্রাউডফান্ডিংয়ের পথ বেছে নিয়েছেন। তিনি আরো বলেন, ‘আপনারা যদি এক, দুই বা তিন টাকা করেও পাঠান, আমি ফোনটি কিনতে...