নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহে (রবিবার, সোমবার ও মঙ্গলবার) শেয়ারবাজারে তালিকাভুক্ত মোট ৮টি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে এর মধ্যে ৬টি কোম্পানি বিনিয়োগকারীদের লভ্যাংশ দিলেও, দুটি কোম্পানি এবারও ‘নো ডিভিডেন্ড’-এর ঘোষণা দিয়েছে। আরও একটি কোম্পানি দীর্ঘ ৩০ বছর পর বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ডের সুখবর দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এই তথ্য জানা গেছে। ওষুধ খাতের শীর্ষস্থানীয় কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ৬৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি দিয়েছিল ৬৩ শতাংশ ক্যাশ। আলোচিত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ২৭ পয়সা, যা গত বছর ছিল ২১ টাকা ৪৬ পয়সা। তবে নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) বেড়ে দাঁড়িয়েছে ২৩ টাকা ১৬ পয়সা। এ সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১২৫ টাকা ৬৯ পয়সা। কোম্পানির এজিএম হবে আগামী ২৩ নভেম্বর, রেকর্ড...