উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে গোলোৎসব করে জয় পেয়েছে দুই মাদ্রিদ Ñস্পেনের রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। মঙ্গলবার রাতে অ্যাওয়ে ম্যাচে সুপারস্টার কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকে কাজাখস্তানের ক্লাব কাইরাতকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে রেকর্ড সর্বোচ্চ ১৫ বারের শিরোপা জয়ী রিয়াল। অ্যাটলেটিকো ঘরের মাঠে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে জার্মান ক্লাব ইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে। ম্যাচে এক গোল করে অ্যাটলেটিকোর হয়ে ‘২০০’ গোলের কীর্তি গড়েছেন ফরাসি তারকা অ্যান্টোনিও গ্রিজম্যান। ম্যাচ শেষে তাঁকে ‘২০০’ নম্বর লেখা জার্সি উপহার দেওয়া হয়।অন্যান্য ম্যাচে ইংলিশ ক্লাব চেলসি কোনো রকমে ১-০ গোলে হারিয়েছে পর্তুগালের বেনফিকাকে। তবে একই ব্যবধানে আরেক ইংলিশ ক্লাব লিভারপুল হেরেছে তুরস্কের ক্লাব গালাতাসারের কাছে। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ৩-০ গোলে স্লাভিয়া প্রাগেকে ও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখি ৫-১ গোলে হারিয়েছে পাফোসকে।রিয়াল লা লিগায় নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো...