ইসলামী ব্যাংকে শুরু হয়েছে নজিরবিহীন এক শুদ্ধি অভিযান ইসলামী ব্যাংকের শৃঙ্খলা ফেরানো পুরোপুরি নির্ভর করছে ব্যাংক কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। ছাঁটাই আতঙ্কের কারণে বর্তমান পরিস্থিতি ব্যাংকটির পরিবেশ আরও অস্থিতিশীল করে তুলছে। যদি বিশেষ পরীক্ষা ও ছাঁটাই প্রক্রিয়া চলমান থাকে, তবে হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ অনিশ্চিত হবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।ইতোমধ্যে বেসরকারি খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকে শুরু হয়েছে নজিরবিহীন এক শুদ্ধি অভিযান। চাকরিবিধি ভঙ্গ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০০ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে ৪ হাজার ৯৭১ জন কর্মীকে ওএসডি (অন সার্ভিস ডিউটি) করা হয়েছে। ওএসডি হওয়া কর্মীরা বেতন-ভাতা ঠিকই পাবেন, কিন্তু কোনো দায়িত্ব বা কর্মস্থলে থাকবেন না। এ কারণে ব্যাংকটির ভেতরে নতুন করে দেখা দিয়েছে অস্থিরতা।বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করেন, কর্মীদের মান যাচাই পরীক্ষার বিষয়টি একদমই নতুন...