তিন ম্যাচের টি২০ সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান উত্থান-পতন, আশা-নিরাশার এশিয়া কাপের রেশ শেষ না হতেই আন্তর্জাতিক ক্রিকেটের ময়দানে টাইগাররা। শারজায় প্রথম টি২০ দিয়ে আজ শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান রঙিন পোশাকের দুটি সিরিজ। এশিয়া কাপের গ্রুপ পর্বে এই আফগানদের হারিয়েই সুপার ফোরের রেসে ফিরেছিল লিটন দাসের দল। সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে জাগিয়েছিল ফাইনালে খেলার সম্ভাবনা। যদিও ভারত ও পাকিস্তানের কাছে বড় হারে পুড়তে হয়েছিল স্বপ্ন ভঙ্গের বেদনায়। আরব আমিরাতকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে আফগানরা। রশীদ খান, মোহাম্মদ নবী, রহমানউল্লাহ গুরবাজদের নিয়ে ছোট্ট ফরম্যাটের ক্রিকেটে সমীহ জাগানো দল আফগানিস্তান। এশিয়া কাপের মধ্যপথে ইনজুরিতে পড়ায় টি২০ সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন জাকের আলি। আসরে দুরন্ত-দুর্বার ব্যাটিংশৈলী উপহার দেওয়া ওপেনার সাইফ হাসান জানিয়েছেন, জয় দিয়ে শুরু করতে প্রত্যয়ী দল। সিরিজ জয়ই তাদের একমাত্র লক্ষ্য।...