গাজায় ত্রাণ পৌঁছে দিতে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) জানিয়েছে, তারা বুধবার গাজার কাছে ১৫০ ন্যটিক্যাল মাইল দূরের উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকায় পৌঁছায়। সেখানে তাদের সামনের সারির একটি জাহাজ ‘আলমা’-কে ইসরায়েলের একটি যুদ্ধজাহাজ আগ্রাসীভাবে কয়েকমিনিট ঘিরে ধরেছিল। এ সময় জাহাজের সব নেভিগেশন ও যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে যায়। ফ্লোটিল্লার কর্মীরা বলেছে,ইসরায়েলের যুদ্ধজাহাজের সঙ্গে বুধবার সকালের এই সংঘাতের খবর পাওয়ার পর তারা আবার গাজায় যাওয়ার চেষ্টা করছে। কর্মীরা আরও জানায়, ইসরায়েলের জাহাজটি ফ্লোটিল্লার কয়েকটি জাহাজের দিকে এগিয়ে গিয়ে ‘বিপজ্জনক ও ভয়ভীতি দেখানোর কৌশল’ নেয়। আলমা জাহাজের ক্যাপ্টেনকে পালিয়ে যাওয়ার পথ ধরতে বাধ্য করে ইসরায়েলের যুদ্ধজাহাজ। ফ্লোটিল্লার আরেকটি জাহাজকেও তারা হয়রানি করে। ইসরায়েল আগেই বলে দিয়েছিল যে, তারা ফ্লোটিল্লাকে গন্তব্যে পৌঁছতে দেবে না। গত জুন ও জুলাই মাসে ইসরায়েল ফ্লোটিল্লা কর্মীদের গাজায়...