একটি দেশ তখনই সমৃদ্ধ হয়, যখন সব মানুষ অলসতা, অপচয় ও অনিয়মকে দূরে সরিয়ে উৎপাদনশীল কাজে নিয়োজিত হয়। ইসলামের দৃষ্টিতে উৎপাদনশীলতা শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং এটি এক বিস্তৃত জীবনদর্শনের অংশ। কোরআনে বারবার আল্লাহ মানুষকে পরিশ্রম, দায়িত্বশীলতা ও সৎ উপার্জনের প্রতি আহ্বান জানিয়েছেন। মহান আল্লাহ বলেন, ‘মানুষের জন্য সে টুকুই রয়েছে যা সে পরিশ্রমের মাধ্যমে অর্জন করে।’ (সুরা নজম ৩৯) এই আয়াত উৎপাদনশীলতার মূল দর্শনকে ফুটিয়ে তোলে। ব্যক্তিগত ও জাতীয় উন্নতির জন্য প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে। ইসলাম সময় নষ্ট করাকে বড় ক্ষতি হিসেবে চিহ্নিত করেছে। এক হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘দুটি নিয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে থাকে, তা হলো সুস্থতা ও অবসর।’ (সহিহ বুখারি) অর্থাৎ সুস্থ দেহ ও সময়, এ দুটোকে যথাযথভাবে কাজে না লাগালে...