০২ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম গত কয়েকদিন ধরে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে রীতিমত তা-ব হয়ে গেছে। এক মারমা কিশোরীর ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ ওঠায়, তার বিচারের দাবিতে ‘জুম্ম ছাত্র-জনতার’ ব্যানারে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর নেতাকর্মী ও সমর্থকরা অবরোধ কর্মসূচির নামে ব্যাপক ভাংচুর, অগ্নিসংযোগ করে। তাদের তা-ব চলাকালে জেলার গুইমারাতে তিনজন নিহত হওয়াসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। অপরদিকে অবরোধ কর্মসূচির নামে ইউপিডিএফের তা-ব মোকাবিলা করতে গিয়ে একজন মেজরসহ সেনাবাহিনীর ১০ সদস্য এবং পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাতে খবর আসে, খাগড়াছড়ি সদরে সিঙ্গিনালা এলাকায় এক মারমা কিশোরী (১২) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। কিশোরীর বাবা বাদী হয়ে সদর থানায় যে এজাহার দায়ের করেন তা থেকে জানা যায়, অষ্টম শ্রেণিতে পড়–য়া তার...