০২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ। আসরে ১৩ খেলায় অংশ নিয়ে সাড়ে ১০ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন নিয়াজ। জাতীয় দাবায় এটি নিয়াজ মোরশেদের সপ্তম শিরোপা জয়। ইতোপূর্বে তিনি ১৯৭৯, ১৯৮০, ১৯৮১, ১৯৮২, ২০১২, ২০১৯ এবং ২০২৫ সালে জাতীয় দাবায় সেরার খেতাব জিতেছিলেন। গতকাল শেওড়াপাড়াস্থ ইয়ুথ টাওয়ারের লেবেল-৪ এর অডিটোরিয়ামে জাতীয় দাবার ত্রয়োদশ বা শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। শেষ রাউন্ডে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসকে হারিয়ে দেন। নিয়াজ সাদা ঘুঁটি নিয়ে সুব্রতর কিংস ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ২৫ চালের মাথায় জয়ী হন। এদিকে জাতীয় দাবায় রানারআপ হন বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ...