কারো কাছে তিনি গুরু, কারো কাছে নগর বাউল! ভক্ত অনুরাগীদের এসব সম্বোধনকে তিনি ‘থুরাই কেয়ার’ করেন! আর তার এই মেজাজকেই পছন্দ সবার। কেননা গিটার ছুঁয়েই ভক্ত শ্রোতাদের উদ্দেশে তিনি অনায়াসে বলে উঠতে পারেন ‘তোমরাই আমার জান, তোমরাই আমার প্রাণ’! বলছি উপমহাদেশের প্রখ্যাত রকস্টার জেমসের কথা। পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে নগর বাউল জেমস নামেই তার অধিক পরিচিতি। ২ অক্টোবর (বৃহস্পতিবার) সংগীতের এই কালপুরুষের ৬১তম জন্মদিন। এই রকস্টারের জন্ম ১৯৬৪ সালে, নওগাঁয়। বেড়ে ওঠা এবং সংগীতে জড়িয়ে পড়ার পুরোটাই চট্টগ্রামে। নগর বাউল জেমসের বাবা ছিলেন সরকারি কর্মকর্তা। যিনি পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবারের একরকম দ্বিমতে সংগীতচর্চা শুরু করেন জেমস। একসময় তিনি সংগীতের জন্য ঘর ছেড়ে পালিয়ে যান। উঠেন চট্টগ্রামের আজিজ বোর্ডিং-এ।...