০২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম জার্মানিতে এক অদ্ভুত ঘটনায় পুলিশ এক নারীকে আটক করেছে, যিনি নিজের গাড়ির ডিগিতে ঘোড়া নিয়ে যাচ্ছিলেন। পুলিশ জানায়, ঘোড়াটিকে তিনি গাড়ির পেছনের সিট আর ডিগির মাঝামাঝি অংশে আটকে রেখেছিলেন। এ কারণে ডিগির দরজাও পুরোপুরি বন্ধ হয়নি। এই দৃশ্য দেখে অন্য চালকরা পুলিশকে খবর দেন।প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই নারী ঘোড়াটিকে অন্য শহরে নিতে চাইছিলেন কিন্তু তার কাছে উপযুক্ত ট্রেলার বা অনুমতিপত্র ছিল না। পুলিশ প্রাণীর প্রতি নির্যাতন ও ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে। সূত্র : জে এন। যারা হাসিনার পতন মেনে নিতে পারেনি তারাই দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে-রুহুল কবির রিজভী আদালত থেকে পলাতক সেই হত্যা মামলার আসামি ফের কারাগারে ডিবি থেকে ছেড়ে দেয়া হয়েছে...