হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর- লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ। বুধবার (১ অক্টোবর) তিনি গঙ্গানগর জননী সংসদ পূজা মণ্ডপ পরিদর্শনে যান। পর্যায়ক্রমে তিনি পশ্চিম চরহামুয়া, কলিমনগর, পূর্ব বড়চর, নূরপুর ইউনিয়ন, ব্রাহ্মণডোরা ইউনিয়ন ও শায়েস্তাগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ জামায়াত নেতৃবৃন্দকে স্বাগত জানান। পূজা মন্ডপের নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ। তিনি বলেন, আবহমান কাল থেকে বাংলাদেশে হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে আসছে। এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন। এখানে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই...