নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মো. সৈয়দ মুনসিফ আলী সম্প্রতি চার ধাপে ব্যাংকটির বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানায়, তিনি মোট ১ কোটি ২০ লাখ শেয়ার বিক্রি করেছেন। বর্তমানে তার হাতে অবশিষ্ট রয়েছে মাত্র ১৩ লাখ ৫৪ হাজার ৬৪৫টি শেয়ার। ডিএসই সূত্র জানায়, প্রথম দফায় তিনি ২৬ আগস্ট ২০২৫ তারিখে ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেন এবং ৪ সেপ্টেম্বর বিক্রি সম্পন্ন করেন। দ্বিতীয় দফায় ৯ সেপ্টেম্বর আরও ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়ে ১৫ সেপ্টেম্বর তা বিক্রি শেষ করেন। তৃতীয় ধাপে তিনি ২১ সেপ্টেম্বর আবারও ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেন। পরে ২৮ সেপ্টেম্বর সকালে এই শেয়ার বিক্রি সম্পন্ন হয়। সর্বশেষ, ২৯ সেপ্টেম্বর বিকেলে তিনি চতুর্থ দফায় আরও ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা...