নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২১টি কোম্পানির মধ্যে আগস্ট মাসে ১১টিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। তবে এই বৃদ্ধির হারও ছিল খুবই সীমিত—মাত্র ০.১০ শতাংশের বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়লেও খাতটিতে এখনো বড় কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে না। খাতটির অন্যতম শীর্ষ কোম্পানি অলিম্পিকের মোট শেয়ার সংখ্যা ১৯ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৮৮৬টি এবং পরিশোধিত মূলধন ১৯৯ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা। জুলাই মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২১.০১ শতাংশ, আগস্টে বেড়ে হয় ২১.৩২ শতাংশ। উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩২.৩৮ শতাংশ, বিদেশিদের কাছে ৩৩.৪২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১২.৮৮ শতাংশ শেয়ার। সর্বশেষ ৩০ জুন ২০২৪ অর্থবছরে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে কোম্পানিটি। এই কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৫৭ লাখ...