০২ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম এখন বিশ্বখ্যাত চলচ্চিত্র উৎসবগুলো কেবল সিনেমার প্রদর্শনীতেই সীমাবদ্ধ থাকছে না। সমকালীন রাজনীতি ও মানবিক ইস্যু নিয়েও তারকারা সরব হয়ে উঠছেন। এ বছর স্পেনের ৭৩তম সান সেবাস্তিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ফিলিস্তিন ইস্যু নিয়ে অনেক তারকা কথা বলেছেন। এদের মধ্যে রয়েছেন, হলিউডের বিখ্যাত অভিনেত্রী অস্কার জয়ী জেনিফার লরেন্স। তিনি অর্জন করেছেন উৎসবের সর্বোচ্চ সম্মান ডোনোস্টিয়া অ্যাওয়ার্ড। তিনিই সবচেয়ে কম বয়সী অভিনেত্রী হিসেবে এই পুরস্কার পেয়েছেন। পুরস্কার হাতে নিয়ে লরেন্স সরাসরি মন্তব্য করেন ফিলিস্তিনের গাজা পরিস্থিতি নিয়ে। তিনি বলেন, আমি ভীত। এটি ভীষণ মর্মান্তিক। গাজায় যা ঘটছে, তা একেবারেই গণহত্যা। এটা মেনে নেওয়ার মতো কিছু নয়। আমার সন্তানদের জন্য, আমাদের সবার সন্তানদের জন্য আতঙ্কিত। কেবল গাজা নয়, আমার দেশ যুক্তরাষ্ট্রে সম্প্রতি...