০২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে দাপুটে জয় তুলে নিলো রিয়াল মাদ্রিদ। কাজাখস্তানের দল এফসি কাইরাতকে গোলবন্যায় ভাসিয়ে টানা দ্বিতীয় জয় পেলো জাবি আলোনসোর শিষ্যরা। মঙ্গলবার আলমাতির সেন্ট্রাল স্টেডিয়ামে কাজাখস্তানকে ৫-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকের পর বাকি গোল দুটি করেন এডুয়ার্ডো কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াস। লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৫-২ গোলে হারের তীব্র হতাশা এবং দীর্ঘ যাত্রার ক্লান্তি নিয়ে মাঠে নেমে শুরুতে কিছুটা এলামেলো ছিলো রিয়াল মাদ্রিদ। পরে খেলা গুছিয়ে নিয়ে একে একে আক্রমন শানায় তারা। খেলার ১৪ মিনিটেই সুযোগ নস্ট করে রিয়াল। ডি বক্সে ঢুকে লক্ষ্যে শট রাখতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র। ২১ মিনিটে এমবাপ্পের কোনাকুনি শট ঝাঁপিয়ে রুখে দেন কাইরাত গোলরক্ষক। চার মিনিট পরই...