০২ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম কুষ্টিয়ার মেহেরপুরে সূর্য ক্লাবের উদ্বোধন উপলক্ষে আগামী ১০ অক্টোবর মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নগরবাউল জেমসের কনসার্ট। কনসার্ট ঘিরে আয়োজকরা ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন। টিকিট বিক্রিও শুরু হয়েছিল। জেলা প্রশাসকের কাছে অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়। প্রথমে মৌখিকভাবে নিরাপত্তা নিশ্চিত করার আশ^াস দেয়া হয় ক্লাব কর্তৃপক্ষকে। আয়োজকরা মেহেরপুর স্টেডিয়ামে কনসার্ট করতে চান। এরপর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কনসার্টটি মেহেরপুর স্টেডিয়ামে নয়, অন্য কোথাও দেখেন। আয়োজকরা তা মেনে নিয়ে গোবীপুর হাইস্কুল মাঠে কনসার্ট করার প্রস্তুতি নেন। সব প্রস্তুতি যখন জোরেশোরে চলছিল, ঠিক ওই সময় জানা যায় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কনসার্ট স্থগিত করা হয়েছে। মেহেরপুর সূর্য ক্লাবের সভাপতি নাহিদ মাহবুব সানী বলেন, কনসার্টের জন্য আমরা প্রথমে মেহেরপুর জেলা স্টেডিয়াম...