০২ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে আজ এক নতুন মানসিকতা গড়ে উঠেছে। তারা কেবল চাকরির পেছনে না ছুটে নিজেদের আইডিয়াকে বাস্তবে রূপ দিতে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছে। শহরের ব্যস্ত রাস্তায় কিংবা গ্রামের ছোট শহরে সর্বত্রই দেখা যাচ্ছে নতুন উদ্যোগ নিয়ে ভাবছে তরুণরা। কেউ কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করতে চায়, কেউ গ্রামীণ শিক্ষার্থীদের শহরের মতো মানসম্মত পড়াশোনার সুযোগ দিতে চায়। এই প্রবণতা শুধু অর্থনৈতিক সম্ভাবনার ইঙ্গিত নয় বরং এক সামাজিক রূপান্তরের ইশারা। এই প্রেক্ষাপটে স্টার্টআপের ধারণা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্টার্টআপ মানে সীমিত সম্পদে নতুন সমাধান, যেখানে থাকে উদ্ভাবনী চিন্তা, ঝুঁকি নেওয়ার মানসিকতা, দ্রুত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং সীমিত পুঁজিতে বড় পরিসরে বিস্তৃত হওয়ার স্বপ্ন। বিশ্বব্যাপী সফল স্টার্টআপের এরকম...