০২ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম বাংলাভিশনের জনপ্রিয় অনুষ্ঠান পবিত্র কুরআনের আলো প্রতিযোগিতার ১৮তম আসরের উদ্বোধন করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর হিফজুল কুরআন তিলাওয়াতের এই প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাভিশনের চেয়ারম্যান মো. আব্দুল হক। এছাড়া উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক তারেক আখন্দ, প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর মোখতার আহমাদ হাফিজউল্লাহ এবং অনুষ্ঠানের বিচারকমন্ডলীর সদস্যবৃন্দ হাফেজ মাওলানা নাজির মাহমুদ ও হাফেজ ক্বারী আতাউল আল মামুনসহ আরও অনেকে। আলোচনায় অতিথিবৃন্দ জানান, ‘পবিত্র কুরআনের আলো’ আজ দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও সুনাম অর্জন করেছে। আগামী ৬ অক্টোবর থেকে ঢাকা জোনের অডিশন শুরু হবে বলে জানিয়েছেন প্রধান বিচারক হাফেজ মাওলানা নাজির মাহমুদ। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক তারেক আখন্দ বলেন, ১৭ বছর আগে আমরা কল্পনাও করিনি...