০২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম চট্টগ্রাম ফ্রাঞ্চাইজি টি-২০ ক্রিকেট লিগের ফাইনালে উঠেছে কেকেআরসি ও আম্বিয়া স্পোর্টস। গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বৃষ্টি বিঘিœত দ্বিতীয় সেমি ফাইনালে চার রানে এনএইচটি স্পোর্টসকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছে আম্বিয়া স্পোর্টস। বৃষ্টিতে কাটা পড়া আট ওভারের ম্যাচে তিন উইকেট হারিয়ে ৫৬ রান করে আম্বিয়া স্পোর্টস। ডিএলএস মেথডে জয়ের জন্য এনএইচটি স্পোর্টস পায় সাত ওভারে ৬২ রালের লক্ষ্য। তবে তাতে ব্যর্থ হলে ফাইনালের টিকিট পায় আম্বিয়া। এর আগে দিনের প্রথম সেমি ফাইনালে মো. তানভীরের ৭২ রানের উপরে ভর করে ৯ উইকেটে ১৫১ রান করে কেকেআরসি। জবাবে সাত উইকেট হারিয়ে ১৪০ রানে থামে টোয়েন্টি ইভেন্টস। ১১ রানের জয়ে শিরোপা লড়াইয়ে আম্বিয়ার সঙ্গী হয় কেকেআরসি। আগামীকাল একই ভেন্যুর ফাইনাল শেষে পুরস্কার বিতরণ...