বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে বড় চমক তৈরি হয়েছে। শেষ মুহূর্তে সাধারণ পরিচালক পদে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন তামিম ইকবাল। এক সময় বোর্ডে থেকে ক্রিকেট অপারেশনে কাজ করার প্রবল আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। বুধবার দুপুর ১২টা পর্যন্ত ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। তামিম অবশ্য সকাল সাড়ে ১০টাতেই বিসিবিতে আসেন। ‘এটা কোনো ইলেকশন না। বাংলাদেশের ক্রিকেটে এই ইলেকশন কালো দাগ হয়ে থাকবে।’ বলেন তামিম। তিনি আরও যোগ করেন,‘আপনারা বলেন ক্রিকেটের ফিক্সিং বন্ধ করেন। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ করবেন।’ ওদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন গায়ক আসিফ আকবর।আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিসিবি নির্বাচন। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে তামিম ছিলেন সবচেয়ে বড় চমক। শুধু তিনি নন, আরও ১৪...