জানলে অনেকেই অবাক হবেন, ১৯৭৩ সালে পুরুষদেরও দুই বছর আগে শুরু হয়েছিল নারী ক্রিকেট বিশ্বকাপ। ২০০২ সালে ১২তম আসরে এসে প্রথম খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশের মেয়েরা। আর শ্রেষ্ঠত্বের মঞ্চে পা রেখেই পরাশক্তি পাকিস্তানকে হারিয়ে চমকে দিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। নিউজিল্যান্ডে সেবার বাঘিনীদের থাবার মুখ থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছিল ৮টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাসম্পন্ন সাবেক রানার্সআপ ক্যারিবিয়রা। উইন্ডিজ এবার বাছাইয়ের বাধা (র্যাঙ্কিংয়ের ভিত্তিতে) পেরোতে পারেনি। তবে ওয়ানডে বিশ্বকাপে টানা দ্বিতীয়বারের মতো জায়গা করে নিয়েছে টাইগ্রেসরা। গোহাটিতে আয়োজক ভারত ও সহ-আয়োজক শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে মঙ্গলবার পর্দা উঠেছে ১৩তম নারী বিশ্বকাপের। কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বাংলাদেশের মিশন। গত আসরের সুখস্মৃতি সঙ্গী করে জয় দিয়ে শুরু করতে চায় জ্যোতির দল। খেলা শুরু বিকেল সাড়ে তিনটায়। প্রাথমিকভাবে এবার পাকিস্তান...