গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে তাদের পথ পরিবর্তনের আহ্বান জানিয়েছে ইসরাইলি নৌবাহিনী। খবর রয়টার্সের। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইল ফ্লোটিলাকে অবহিত করেছে যে, তারা একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হচ্ছে এবং ‘বৈধ’ নৌ-অবরোধ লঙ্ঘন করছে। আরও পড়ুনআরও পড়ুনসুমুদ ফ্লোটিলার জাহাজ আটকে দেওয়া শুরু মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরাইল আবারও শান্তিপূর্ণভাবে নিরাপদ চ্যানেলের মাধ্যমে সাহায্য পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়েছে। এদিকে আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানান, সুমুদ ফ্লোটিলার চারপাশ ঘিরে রেখেছে ইসরাইলি যুদ্ধজাহাজ। ফ্লোটিলায় ৪৫টিরও বেশি জাহাজ রয়েছে। আরও পড়ুনআরও পড়ুনগ্লোবাল সুমুদ ফ্লোটিলায় জরুরি অবস্থা জারি আয়োজকদের ধারণা ছিল, জাহাজগুলোকে বিচ্ছিন্নভাবে পাঠালে গাজায় অন্তত কিছু ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া যাবে। কিন্তু ইসরাইলি বাহিনী তাদের জানিয়েছে, যেকোনো সহায়তা অবশ্যই নির্দিষ্ট চ্যানেল তথা ইসরাইলি বাহিনীর মাধ্যমেই পাঠাতে হবে। প্রসঙ্গত, জরুরি ত্রাণ সহায়তা...