গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজে অবস্থান করা ইতালিয়ান সাংবাদিক লরেঞ্জো ডি’আগোস্টিনোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত ত্রাণবাহী অন্তত দুটি জাহাজ আটকে দিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। ডি’আগোস্টিনো বলেন, আলমার থেকে আমরা আর কোনো সিগন্যাল পাচ্ছি না। সিরিয়াস আটক হয়েছে—নিজ চোখে দেখেছি। ক্যাপ্টেন নিকোস আটক হয়েছেন—চ্যাটে দেখেছি। ফ্লোটিলার বাকি জাহাজগুলো এগিয়ে যাচ্ছে। আরও পড়ুনআরও পড়ুনগ্লোবাল সুমুদ ফ্লোটিলায় জরুরি অবস্থা জারি এর আগে ইসরাইলি নৌবাহিনীর আগ্রাসী আচরণের মুখে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা তাদের জাহাজগুলোতে জরুরি অবস্থা জারি করে। ফ্লোটিলার আয়োজকরা জানান, গাজার উদ্দেশে যাত্রা করা তাদের জাহাজগুলোকে ইসরাইলি নৌবাহিনী ঘিরে ফেলার সময় অধিকাংশ জাহাজ থেকে সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই নৌবহরে ৪৫টি বেসামরিক নৌকা ও জাহাজ রয়েছে। এসব নৌযানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন নাগরিক রয়েছে।...